ছারপোকা দূর করার উপায় কী?
ছার পোকা আকারে ছোট, যা সাধারণত দৃষ্টির আড়ালে থাকে। বেশির ভাগ সময় এর উপদ্রব দেখা যায় রাতের আঁধারে। এরা খুব দ্রুত গতির হয়ে থাকে। রাতের আঁধারে এরা শরীর থেকে রক্ত খেয়ে থাকে।
ছারপোকা থাকে কোথায়?
ছারপোকা শুধু বিছনাতে থাকে এমন টা না। বিছানা- তোষক জামা-কাপড়, ফার্নিছার, ছোফা , খাটের ফ্রেম সব খানে এদের দেখা পাওয়া যায়।
এরা নিজের আবাস হিসেবে মানুষের আশেপাশে জায়গা দখল করে। দিনের আলো তে এদের দেখা পাওয়া যায়না। দিনের বেলা ম্যাট্রেস, তোশক খাটের আশেপাশে থাকা যে কোন কিছুতে লুকিয়ে থাকে।
রাতের আঁধারে এরা বের হয়। রাতের বেলা ছার পোকা ১০০ ফুট পর্যন্ত চলাচল করতে পারে কিন্তু এরা সাধারণত মানুষ যেখানে ঘুমায় তার আশেপাশে থাকে পছন্দ করে ।
ছারপোকার উপস্থিতি বুঝবেন কিভাবে?
ছার পোকার উপস্থিতি সহজেই বুঝা যায়। আপনার বিছানায় ছার পোকা হলে আপনার শরীরে কামড়ের দাগ দেখা যাবে। অনেক ক্ষেত্রে মানুষ বুঝতে পারে না ছার পোকা হয়েছে। কামড়ের দাগ অনেক সময় চোখে পরে না।
ছার পোকা হলে বিছানা বা তোশক এর কোনায় এদের উপস্থিতি টের পাওয়া যায়।
ছারপোকা কামড়ালে কি রোগ হয়?
ছার পোকা সাধারণত কোন রোগ জীবাণু ছড়ায়না । কিন্তু এটি বিরক্তির কারণ হতে পারে। এটি হতে পারে আপনার ঘুমের সমস্যার কারণ ।
সবার ক্ষেত্রে ছার পোকার কামড়ের প্রতিক্রিয়া একরকম দেখা যায়া না।
কারো কারো ক্ষেত্রে ছার পোকার কামড়ে জ্বালা পোড়া হয়, চুলকানি দেখা যায়। আবার অনেকে টেরই পায়না। তবে কিছু কিছু ক্ষেত্রে এর কামড়ে বিভিন্ন রকম চর্ম রোগ দেখা যায়।
অতিরিক্ত ছার পোকার কামড়ে এলার্জি, চুল্কানির মত সমস্যা দেখায় দেয়। এমন কি মানুষিক অসুখের কারণ ও হতে পারে।
ছারপোকা কামড়ালে কি হয়?
ছার পোকার কামড়ের প্রভাব দীর্ঘ সময় থাকেন না। সপ্তাহ খানেক পর কামড়ের দাগ চলে, চুলকানি চলে যায়।
ছার পোকা কামড়ালে কিছু মৌলিক মেনে চলার পরামর্শ দিয়ে থাকে ডাক্তার ।
এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলোঃ ঠাণ্ডা পানিতে কাপড় ভিজিয়ে কামড়ের জায়গায় দেয়া।
কামড়ের জায়গা পরিষ্কার রাখা।
ছারপোকা থেকে মুক্তির উপায়
অনেক সময় ছার পোকা থেকে সহজে মুক্তি পাওয়া কঠিন। কিছু নিয়ম মেনে চললে ছার পোকা থেকে মুক্তি পাওয়া যায়।
বিছানা জামা কাপড় পরিষ্কার রাখা। ঘর বাড়ি পরিষ্কার রাখা, পুরান ফার্নিসার কিনলে সেটা ভালোভাবে পরিষ্কার করে ঘরে তুলতে হবে।
এছাড়া স্থায়ী ভাবে ছার পোকা থেকে মুক্তি পেতে
প্রফেশনাল পেস্ট কন্ট্রোল সার্ভিস নিতে হবে।
প্রফেশনাল পেস্ট কন্টোল ছাড়া ছারপোকা থেকে চিরস্থায়ী সমাধান পাওয়া যায়না।